আওয়ার ইসলাম: দীর্ঘ আট বছর পর সিরিয়া আবার আরব দেশগুলোর একটি বৈঠকে যোগ দিয়েছে।২০১১ সালের পর থেকে সিরিয়াকে আরব দেশগুলোর বৈঠকে বসতে দেয়া হয়নি।
গতকাল (৩ মার্চ) রোববার জর্দানের রাজধানী আম্মানে আরব আন্তঃসংসদীয় ইউনিয়নের ২৯তম বৈঠকে যোগ দেন সিরিয়ার পার্লামেন্ট স্পিকার হাম্মুদা সাব্বাগ।
বৈঠকে ১৬টি আরব দেশের পার্লামেন্ট স্পিকার এবং বাকি আরব দেশগুলোর সংসদীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ বছরের বৈঠকে আলোচনার মূল বিষয় হচ্ছে, জেরুসালেম তথা বায়তুল মুকাদ্দাস স্বাধীন ফিলিস্তিনের চিরস্থায়ী রাজধানী।
উল্লেখ্য, দামেস্ক গতমাসে বৈঠকে সিরিয়ার পার্লামেন্ট স্পিকারকে আমন্ত্রণ জানানোর বিষয়টি জানিয়েছিল।
গত ৩ ফেব্রুয়ারি সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ দৃঢ় আশা ব্যক্তি করে বলেছিলেন, তার দেশ শেষ পর্যন্ত আবার আরব লীগে ফিরে যাবে।
অারএম/