আওয়ার ইসলাম: কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় ভারত-পাকিস্তান সীমান্তে সোমবার গভীর রাত থেকে ভারতীয় সেনাবাহীনি ও স্বাধীনতাকামীদের মধ্যে আবারও গোলাগুলি শুরু হয়েছে। খবর এনডিটিভি-এর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী জম্মু-কাশ্মীরের সীমান্তঘেঁষা ত্রাল এলাকায় কয়েকটি বাড়িতে জঙ্গিদের ধরতে তল্লাশী চালায়। তল্লাশি শুরু হতেই গুলিবৃষ্টি শুরু করেন স্বাধীনতাকামীরা।
দু পক্ষের মধ্যে টানা এক ঘন্টার গোলাগুলির এক পর্য়ায়ে কাশ্মীরের দুই স্বাধীনতাকামী নিহত হয়েছেন বলে দাবি করে ভারতীয় সেনাবাহীনি।
এদিকে, গোটা এলাকাজুড়ে চলছে তল্লাশি ও সেনা অভিযান। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে-৪২ আরআর, ১৮০ ব্যাটালিয়ন সিআরপিএফ, জম্মু-কাশ্মীরের স্পেশাল অপারেশন গ্রুপ ও জম্মু-কাশ্মীর পুলিশ।
তবে ওই এলাকায় কাশ্মীরের স্বধীনতাকামীদের কোন সংগঠনের যোদ্ধারা আত্মগোপন করে আছে তা জানা যায়নি। তবে পাকিস্তানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সংবাদ এখন পর্য়ন্ত পাওয়া যায়নি।
আরএম/