মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


জামায়াতের কার্যক্রম নিয়ন্ত্রণে মার্কিন সংসদে প্রস্তাব পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত জামায়াতে ইসলামির বিরুদ্ধে মার্কিন সংসদের প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভে একটি প্রস্তাব পাস হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের কার্যক্রম নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাবটি পেশ করা হয়।

মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া ওই প্রস্তাবনায় দলটিকে মৌলবাদী গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত এবং এর মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির অবনতিতে যুক্তরাষ্ট্র চিন্তিত বলে জানানো হয়।

প্রস্তাবনায় বলা হচ্ছে, বাংলাদেশে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরপেক্ষ গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকতে হবে। দেশটিতে চরমপন্থী ও জঙ্গিবাদের যে উত্থান হচ্ছে তা বন্ধে এমন পদক্ষেপ জরুরি।

জামায়াতে ইসলামীকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সন্ত্রাসবাদী ও জিহাদিদের মদদদাতা হিসেবেও চিহ্নিত করা হয়েছে ওই প্রস্তাবনায়।

তাছাড়া যুক্তরাষ্ট্রের যেসব সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা আছে তাদেরকে গোষ্ঠীটির জন্য যেকোনো ধরনের আর্থিক সাহায্য-সহযোগিতা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ