সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ

বিশ্বের শীর্ষ ১০টি ক্ষমতার দেশের তালিকায় সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০টি দেশের তালিকায় সৌদি আরবের নাম উঠে এসেছে। বিখ্যাত মার্কিন বিজনেস ম্যাগাজিন ‘বিজনেস ইনসাইডার’ এর এক জরিপে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে নবম স্থানে সৌদি আরবের স্থান হয়েছে। নতুন এ তালিকার মাধ্যমে সামরিক শক্তিতে ইসরাইলের পরই এখন সৌদি আরবের অবস্থান।

২০১৯ সালের সেরা দেশ নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্টের যৌথ উদ্যোগে এই জরিপমূলক গবেষণাটি পরিচালিত হয় বলে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিটি দেশের রাজনৈ‌তিক, অর্থনৈতিক প্রভাব ও সক্ষমতা ইত্যাদি বিষয় নিয়ে জরিপটি চালানো হয়। ৮০টি দেশের প্রায় ২০ হাজার মানুষের মতামতের ভিত্তিতে এ জরিপটি পরিচালিত হয়।

সৌদি আরবের রাজনৈ‌তিক প্রভাব, অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জা‌তিক সম্পর্ক, সাম‌রিক শ‌ক্তি এবং সংকট সমাধানে ভূমিকা পালনের বিবেচনায় বিশ্বের নবম সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে মনোনীত করা হয় জরিপমূলক এ গবেষণাটিতে।

সৌদি আরবের ক্ষমতাধর দেশের তালিকায় থাকার আরেকটি বড় কারণ হলো মক্কা ও মদিনা। গোটা বিশ্বের কোটি কোটি মুসলিম হ্জ পালনের জন্য প্রতিবছর সৌদি আরবে যায়।

এ তালিকায় সবচেয়ে শক্তিশালী ১০টি দেশের তালিকার প্রথম স্থানে রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। তৃতীয় স্থান অধিকারী দেশ চীন। চতুর্থ স্থানে রয়েছে জার্মানি। পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন। ষষ্ঠ স্থান অধিকারী দেশ হলো ফ্রান্স। সপ্তম স্থানে রয়েছে জাপান। অষ্টম স্থানে রয়েছে ইসরাইল এবং দশম স্থান অধিকারী দেশ হলো দক্ষিণ কোরিয়া। এছাড়া সংযুক্ত আরব আমিরাত রয়েছে এগারতম স্থানে।

সূত্র : আল আরাবিয়্যাহ ডটনেট

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ