মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


আজমির শরিফ গমনেচ্ছু পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহি: আজমির শরিফ গমনেচ্ছু পাকিস্তানি পুণ্যার্থীদের ভিসা দিচ্ছে না ভারত। বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের কেন্দ্রীয় ধর্মমন্ত্রী নুরুল হক কাদেরি বলেছেন, ‘আজমির শরিফে যাওয়া ঠেকাতে ভারত পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে।’

পাকিস্তানের সংবাদ সংস্থা ডনের বরাত দিয়ে হাফিংটন পোস্ট জানিয়েছে, এ ঘটনাকে ‘ভারতের অত্যন্ত ন্যক্কারজনক ও ঘৃণিত আচরণ’ মন্তব্য করে নুরুল হক কাদেরি দাবি করেছেন, ‘এর মাধ্যমে ভারত নিজেদের মানসিক সংকীর্ণতারই প্রমাণ দিলো।’

হাফিংটন পোস্টের খবরে উল্লেখ, আগামী ৭ মার্চ পাকিস্তান থেকে ৫০০ পুণ্যার্থীর আজমির যাওয়ার কথা ছিল। কিন্তু ভারত সরকার তাদের ভিসা বাতিল করে দিয়েছে।
ওই পুণ্যার্থীরা জানিয়েছেন, ভারতীয় দূতাবাস টেলিফোনে তাদের ভিসা বাতিলের কথা জানায়। তাদের পাসপোর্টও এখনও ফেরত দেয়নি ভারত।

তারা আরও বলেন, ‘খাজা গরিবে নেওয়াজের তীর্থস্থানে সব দেশের ধর্মাবলম্বীরাই যেতে পারে। কিন্তু ভারত পুণ্যার্থীদের এ অধিকার থেকে বঞ্চিত করলো আমাদের।’

এদিকে, ভারত সরকার ভিসা না দেওয়ায় খাজা মঈনুদ্দীন চিশতি (রহ.) এর দরগায় দুই বছর ধরে পাকিস্তানিরা যেতে পারছে না বলে দাবি করেন পাকিস্তানের ধর্মমন্ত্রী নুরুল হক কাদেরি।

ধর্মীয় বিষয়ে ভারত সরকার এমন সংকীর্ণ মানসিকতা দেখালেও পাকিস্তান এক্ষেত্রে উদারতা প্রদর্শন করছে জানিয়ে পাকিস্তানের ধর্মমন্ত্রী বলেন, ‘বিগত একবছরে ৫ হাজার ৬০০ শিখ ও ৩১২ জন হিন্দু তীর্থযাত্রীকে পাকিস্তান ভিসা দিয়েছে।’

হাফিংটন পোস্ট বলছে, পাকিস্তান-ভারত যুদ্ধাবস্থার মধ্যে গত ৩ মার্চও ৯৮ জন শিখ তীর্থযাত্রী পাকিস্তানে প্রবেশ করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ