আওয়ার ইসলাম: হাফিজ সাইদের সংগঠন জামাত-উদ-দাওয়া ও তার অঙ্গ-সংগঠন ফালাহ্-ই-ইনসানিয়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট মন্ত্রণালয় এই দুই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে।
২০০৮ সালের মুম্বাই হামলার ‘মূলহোতা’ হাফিজ সাইদ জামাত-উদ-দাওয়ার প্রতিষ্ঠাতা। ১৯৯৭ সালের অ্যান্টি-টেরোরিজ়ম অ্যাক্টে ওই দুই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পুলওয়ামায় হামলার পর মাসুদ আজহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত, আমেরিকাসহ একাধিক দেশ পাকিস্তানের উপর চাপ দেয়। ২৬ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মাটিতে জাইশের ঘাঁটিতে অভিযান চালায় ভারত। তারপর গতকাল পাকিস্তান সরকার মাসুদ আজহারের ভাই মুফতি আবদুর রউফ মোট ৪৫ জনকে গ্রেফতার করে। নিষিদ্ধ করা হয় হাফিজ সাইদের দুই সংগঠনকেও।
কেপি