আওয়ার ইসলাম: ফিলিস্তিনের জেরুসালেমের আল-আকসা মসজিদের নিকটবর্তী আল-রাহমা মসজিদকে সিনাগগে রূপান্তরের দাবি জানিয়েছে দেশটির ইহুদিবাদী সংগঠন দ্যা ফেডারেশন অব দ্যা টেম্পল মাউন্ট অর্গানাইজেশন।
৪ মার্চ (রোববার) ফিলিস্তিনের স্থানীয় সংবাদ সংস্থা আরব৪৮ এর একটি প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, সংগঠনটি আল-আকসা মসজিদের আঙ্গিনায় একটি ইহুদি তত্ত্বাবধানকারী সংস্থার প্রতিষ্ঠারও আহবান জানিয়েছে যা মসজিদ প্রাঙ্গনে ইহুদিদের কার্যক্রম পরিচালনা ও ইহুদি স্বার্থ সংরক্ষন করবে।
গত পনেরো বছরের মধ্যে প্রথমবারের মত আল-রাহমা মসজিদে ফিলিস্তিনের নামাজ আদায়ের মধ্যেই এই আহবান এলো।
সংবাদ সংস্থা আরব৪৮’র মতে, ইহুদিবাদী সংগঠনটি মূলত আল-আকসা মসজিদের মুসলিম পরিচয় মুছে এর উপর ইহুদি আধিপত্য প্রতিষ্ঠার জন্য মসজিদের স্থান দখলে জোর দিচ্ছে।
সংবাদ সংস্থাটি জানায়, এই লক্ষ্যে তারা আল-রাহমা মসজিদ দখলে সমর্থন সংগ্রহের জন্য প্রচারনা চালাচ্ছে।
আরএম/