আওয়ার ইসলাম: কাশ্মিরের জম্মুর একটি বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় প্রায় ২৮ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশই চালক এবং চালকের সহকারী। হামলার পর থেকে পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে।
আজ (৭ মার্চ) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেনেডটি একটি বাসের নিচে রাখা ছিল। আহতদের বেশিরভাগই চালক এবং চালকের সহকারী। তবে বাসের ভেতরে কোনো যাত্রী ছিল কি-না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের সিনিয়র কর্মকর্তা মানিশ কুমার সিনহা সংবাদ সংস্থা আইএএনএস’কে বলেন, বাসটি যখন স্ট্যান্ডে রাখা ছিল তখনই সেখানে বোমাটি রেখে দেয়া হয়েছিল। এরপর সকাল সাড়ে ১১টার দিকে বাসটি ছেড়ে গেলে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। আমরা ঘটনাস্থল থেকে সব ধরনের প্রমাণ ও তথ্য সংগ্রহ করছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আমরা ভেবেছিলাম গাড়ির চাকা বিস্ফোরিত হয়ে শব্দ হয়েছে। পরবর্তীতে গ্রেনেডের কথা জেনেছি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
-এএ