মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


পবিত্র নগরী মক্কা-মদিনায় 'গড' নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সৌদি আরবের প্রশাসন দেশটির মক্কা-মদিনায় নিষিদ্ধ হলো ইংরেজি ‘গড’ শব্দ। এ শব্দ বলার পরিবর্তে আরবি শব্দ ‘আল্লাহ’ ব্যবহার করার আইন জারি করেছেন মক্কার প্রশাসক প্রিন্স খালিদ আল ফয়সাল। খবর দ্যা নিউ আরব-এর।

খবরে বলা হয়, মক্কা এবং মদিনা অঞ্চলে সরকারি অনুবাদে, বিদেশি ভাষায় সরকারি কাগজপত্রে আল্লাহ শব্দই ব্যবহার করা হবে।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মত অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিউ আরবের খবরে বলা হয়।

মুফতি জানিয়েছেন, ইংরেজি শব্দ ‘আল্লাহ’ এর স্থলে ‘গড’ শব্দের ব্যবহার অনুমোদিত নয়।

প্রসঙ্গত, ইসলামি স্কলারদের মতে, আল্লাহ সুবানাহুতায়ালার জাতের জন্য ‘গড’ শব্দকে ব্যবহার করা এবং এই অর্থে যে এটা আল্লাহতায়ালার নাম অথবা তাঁর গুণাবলি, এটি জায়েজ নেই। কারণ, ‘গড’ শব্দটি ‘আল্লাহ’ শব্দের যে মর্মার্থ, তাৎপর্য সেটি ধারণ করতে পারে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ