সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি

কাশ্মিরের স্বাধীনতাকামী নেতা ইসলাসিন মালিক বন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনায় কাশ্মিরের স্বাধীনতাকামীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাদের ধরাও পাকরাও চালাচ্ছে ভারত।

বৃহস্পতিবার (৭ মার্চ) স্বাধীনতাকামী দল লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিককে জননিরাপত্তা আইনে (পিএসএ) গ্রেফতার দেখিয়েছে ভারতীয় পুলিশ।

এই আইনে গ্রেফতার হওয়া ব্যক্তিদের দুই বছর পর্যন্ত বিনা বিচারে আটক রাখার বিধান আছে।

গত ২২ ফেব্রুয়ারি কাশ্মিরের আরো অনেক নেতাকর্মীর সাথে ইয়াসিন মালিককে গ্রেফতার করেছিল ভারতীয় পুলিশ। এতদিন তাকে পুলিশ স্টেশনে রাখা হয়েছিল। সেখানে আরও অন্তত ২০০ স্বাধীনতাকামীকে গ্রেফতার করে রাখা হয়েছে। ইয়াসিন মালিককে গ্রেফতার দেখানো নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এলাকা মাইসুমার দোকানদাররা দোকান বন্ধ করে ধর্মঘট করে বিক্ষোভ করেছে।

এদিকে ভারত অধিকৃত কাশ্মিরে জামায়াতে ইসলামী নিষিদ্ধ হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক ধরপাড়ক চালায় পুলিশ। এতে তিন শতাধিক জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়। অন্যান্য দলের অনেক নেতাকর্মীকেও গ্রেফতার করা হয় একই সাথে। ২০১৪ সালের পর এ নিয়ে দ্বিতীয় বার জননিরাপত্তা আইনে গ্রেফতার হলেন ইয়াসিন মালিক।

জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টের এক সিনিয়র নেতা আল জাজিরাকে বলেন, এই সরকার নির্যাতন-নীপিড়নের সর্বোচ্চ পর্যায়ে পৌছে গেছে। কেউ কথা বলতে চাইলেই তাকে গ্রেফতার করা হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ