মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


‘পর্দা মেনেই স্বাধীন হোক নারী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘পর্দে মে রহনে দো, পর্দা না উঠাও, পর্দা যো উঠ গয়া তো ভেদ খুল জায়েগা’। নারী স্বাধীনতা প্রসঙ্গে এ কথাগুলো জানিয়েছে ‘অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন’। পশ্চিম বঙ্গের সংগঠনটির ভাষ্য, নারী সমাজ স্বাধীন হোক, কিন্তু সেটা পর্দা, অর্থাৎ হিজাব পরেই।

অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষে এর সভাপতি আবু আফজাল জিন্না বলেন, ‘আমরাও চাই নারীদের স্বাধীনতা। আমাদের প্রত্যেকের পক্ষ থেকে নারী স্বাধীনতার প্রতি সমর্থন রয়েছে।’

তিনি জানিয়েছেন, “যদি নারীদের পর্দাপ্রথা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে আমি বলবো, যারা প্রশ্ন তুলছেন তারা জানেনই না, এর মধ্যেই রয়েছে নারীর পবিত্রতা। নারীর সম্মান রাখার দায়িত্ব পালন করে হিজাব। তাই হিজাব পরেই নারীর প্রতি ক্ষেত্রে স্বাধীনতা আসুক।’

তিনি বলেন, ‘সে শিক্ষিকা হোক, পাইলট হোক, খেলোয়াড় হোক, বিজ্ঞান চর্চা করুক, কিন্তু সঙ্গে তার সম্মানের অন্যতম অঙ্গ হিজাবটি সঙ্গে নিয়ে চলুক। আমরা চাই নারী স্বাধীনতা, স্বেচ্ছাচারিতা নয়।’

একইসঙ্গে তিনি বলেন, ‘আজকের সমাজে অনেক মহিলাকেই দেখা যায় শরীর প্রদর্শনের মাধ্যমে স্বাধীনতার পরিচয় দেয়। এই স্বাধীনতা স্বেচ্ছাচারিতা ছাড়া আর কি? নারীর সম্মান নারীর অন্দরে লুকিয়ে রয়েছে। সেই সম্মান অযথা সবার সামনে উন্মুক্ত করে দেওয়াকে স্বাধীনতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়।’

৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ‘অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন’ ও ‘হিলফুল ফুজুল ইয়ুথ অর্গানাইজেশন’-র যৌথ উদ্যোগে। বক্তব্য রাখেন এর সভাপতি আবু আফজাল জিন্নাহ, ‘হিলফুল ফুজুল ইয়ুথ অর্গানাইজেশন’-র রাজ্য সভাপতি আনোয়ার শাহ, বিশিষ্ট সাহিত্যিক আবুরিদা প্রমুখ। সূত্র– কলকাতা ২৪/৭।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ