আওয়ার ইসলাম: ঐতিহাসিক বাবরি মসজিদ সংক্রান্ত জটিলতা নিরসনে ৩ সদস্যের মধ্যস্থতাকারী কমিটি গঠন করেছে ভারতের সুপ্রিম কোর্ট।দলটির নেতৃত্ব দেবেন, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইব্রাহিম কালিফুল্লা। অন্য দুজন হলেন, আধ্যাত্মিক ধর্মীয় গুরু শ্রী শ্রী রবিশংকর ও আইনজীবী শ্রীরাম পাঞ্চু।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়েছে এক মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। কমিটির সদস্যরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। সংবাদ মাধ্যমও এ সংক্রান্ত খবর প্রকাশ করতে পারবে না।
এই মামলায় মোট পাঁচটি পক্ষ। সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া, রাম লালা বিরাজমান, অখিল ভারত হিন্দু মহাসভা এবং মহন্ত সুরেশ দাস। এর মধ্যে সুন্নি ওয়াকফ বোর্ড এবং নির্মোহী আখড়া মধ্যস্থতাকারীর সিদ্ধান্তে রাজি হলেও আপত্তি তোলে বাকি তিনটি পক্ষ। তাদের অনেকেরই যুক্তি, মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই মামলার নিষ্পত্তি সম্ভব নয়।
এ প্রসঙ্গে বেঞ্চের মন্তব্য, ‘আমরা বিষয়টা (মধ্যস্থতা) অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। কিন্তু মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির এক শতাংশ সম্ভাবনা থাকলেও সেই সুযোগটা আমরা দিতে চাই।’
আরএম/