মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


রাখাইন ফেরার শর্তে রোহিঙ্গাদের টাকা দেওয়ার প্রস্তাব অস্বীকার চীনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইনে নিজ ভূমিতে ফিরলে রোহিঙ্গাদের ৬ হাজার মার্কিন ডলার দেওয়ার কোনও প্রস্তাব দেয়নি বলে জানিয়েছে চীন। দেশটির এক সরকারি কর্মকর্তা বলেছেন, রাখাইন ফেরার শর্তে রোহিঙ্গাদের টাকা দেওয়ার কোনও প্রস্তাবই দেয়নি তার দেশের প্রতিনিধি দল।

দিন দুয়েক আগে বেনারনিউজ ডটঅর্গ এক খবরে জানায়, রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে বৈঠক করে তাদের এখনই মিয়ানমারের রাখাইনে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন চীন সরকারের এশিয়া বিষয়ক দূত সুন গোজিয়াং। ফিরে যেতে রাজি হলে চীনের পক্ষ থেকে প্রতিটি রোহিঙ্গা পরিবারকে ছয় হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ সাহায্য দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রোহিঙ্গারা।

২ মার্চ রাতে ঢাকায় আসে চীনের প্রতিনিধি। এর পরদিন কক্সবাজার রোহিঙ্গা ও অন্যদের সাথে সভা করে ঢাকা ত্যাগ করে। চীন সরকারের বিশেষ দূত সুন গোজিয়াং সভায় চীনের প্রতিনিধিদের নেতৃত্ব দেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ