আওয়ার ইসলাম: কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির মেটা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বেসামরিক বিমান সংস্থা কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, বিমানটির মোট ১৪ আরোহীর কেউই বেঁচে নেই। এখনও নিহতদের পরিচয় জানানো হয়নি। লেজার এরিও এয়ারলাইন্সের বিমানটি দক্ষিণাঞ্চলের শহর স্যান জোস ডেল গুয়াভিয়ারে থেকে ভিলাভিসেনসিও শহরে যাচ্ছিলো বলে জানায় কর্তৃপক্ষ।
যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই মেটা প্রদেশে গুয়ারোয়া শহরের কাছে সেটি বিধ্বস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
আরএম/