আওয়ার ইসলাম: উত্তর-পশ্চিম কাতারের মরুভূমিতে ইসলামের প্রাথমিক যুগের স্থাপত্য নিদর্শন আবিস্কৃত হয়েছে। কাতার মিউজিয়াম ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন কাতারের যৌথ উদ্যোগে এই স্থাপনাটি প্রত্নতাত্ত্বিক ও গবেষকদের একটি বিশেষ দল আবিষ্কার করেছে।
কাতারের ইউগবি অঞ্চলে এই খনন কাজ করা হয়, যেখান থেকে এর পূর্বে প্রত্নতাত্ত্বিকরা সিরামিক, গ্লাস, পাথরের তৈরি পাত্র ও মাছ ধরার সরঞ্জাম সহ সপ্তম ও অষ্টম শতাব্দীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সরঞ্জাম আবিষ্কার করেছেন।

কাতার মিউজিয়ামের ডাইরেক্টর অব আর্কিওলজি ফয়সাল আল-নাইমি জানান, এই অঞ্চলে বসবাসকারী যাযাবরদের জীবনধারা সম্পর্কে জানার জন্যই এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, “এই তথ্য আমাদেরকে মধ্যপ্রাচ্যের প্রভাবক ঐতিহাসিক মূলভাবগুলোর উত্তম চিত্র আঁকতে সাহায্য করবে, তথা এই অঞ্চলের প্রাচীন সভ্যতাসমূহ, ইসলামিকরন এবং ভারত মহাসাগর ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলের সাথে উপসাগরীয় অঞ্চলের যোগযোগ সম্পর্কে।”
আরএম/