মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


তিউনিসিয়ায় ১১ নবজাতকের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিউনিসিয়ায় একটি হাসপাতালে ১১ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী আব্দেররউফ শেরিফ পদত্যাগ করেছেন।

আজ রোববার বিবিসর এক খবরে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার মাত্র চার মাসের মাথায় পদত্যাগ করলেন শেরিফ।

হাসপাতালটি রাজধানী তিউনিসে অবস্থিত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ৭ থেকে ৮ মার্চের মধ্যে ‘সেপটিক শকের’ কারণে ওই ১১ নবজাতকের মৃত্যু হয়েছে বলে প্রমাণ মিলেছে।

অপরদিকে তিউনিস স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রী ইউসেফ সাহেদ বলেছেন, ‘ওই শিশুগুলোর মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। আমরা এই শিশু মৃত্যুর বিষয়টি অবশ্যই খতিয়ে দেখব।’

তিউনিসিয়ার এ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘এ কাজের অংশ হিসেবে সরকার চালিত এবং সুবিধাপ্রাপ্ত সব হাসপাতাল ও সকল ফার্মাসিউটিক্যালগুলোতে এই তদন্ত প্রক্রিয়া চলছে। যা শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।’

তিউনিসিয়ার চিকিৎসকদের সংগঠন থেকে বলা হচ্ছে, মারা যাওয়া নবজাতকদের সংক্রমণের ঘটনাটি শিরায় ব্যবহৃত কোনো কিছুর কারণে ঘটতে পারে। চিকিৎসকেরা তাদের কর্মপরিবেশেরও সমালোচনা করেছেন।

উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে তিউনিসিয়ার চিকিৎসাব্যবস্থার সুনাম রয়েছে। দেশটির আয়ের একটি বড় অংশ আসে চিকিৎসা-পর্যটন থেকে। তবে সম্প্রতি দেশটির চিকিৎসা খাত ব্যবস্থাপনা ও আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

সদ্য পদত্যাগী স্বাস্থ্যমন্ত্রী আব্দের রউফ শেরিফ গত ৪ মাস আগে সরকারের গুরুত্বপূর্ণ এই পদটিতে আসীন হয়েছিলেন। আর এই দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাসের মাথায় তাকে এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হলো।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ