মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


মেক্সিকোতে নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলা, নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেক্সিকোর একটি নাইট ক্লাবে একদল বন্দুকধারীর হামলায় বকে নারীসহ কমপক্ষে ১৫ জন নিহত এবং ৭জন আহত হয়েছেন।

শনিবার পাবকলিক প্রসিকিউটরের দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে কেন বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, মেক্সিকোর গুয়ানোজুয়োতোতে ‘লা প্লায়া মেনস ক্লাব’-এ তিনটি ভ্যানে করে সূর্যোদয়ের ঠিক আগে আসে একদল বন্দুকধারী। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে শুরু করে তারা। কিছুক্ষণের মধ্যেই রক্তে ভেসে যায় রাজপথ। আতঙ্কিত লোকজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

গত সপ্তাহে এল মারো নামে এক প্রভাবশালী দুষ্কৃতীদলের নেতাকে গ্রেফতার করতে অভিযানে নেমেছিল মেক্সিকোর সেনাবাহিনী। নাইট ক্লাবে হামলার নেপথ্যে তারাই জড়িত থাকতে পারে যারা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ