মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


কাশ্মীরে গণভোট দিতে ভারতের প্রতি পাক তথ্যমন্ত্রীর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে আগ্রাসী ভূমিকা বন্ধ করতে এবং গনভোটের মাধ্যমে সেখানকার জনগণের অধিকার চর্চার সুযোগ দেয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

সোমবার এক টুইট বার্তায় তিনি লিখেন, ভারত কাশ্মীরে সাত শ’ হাজার সেনা মোতায়েন করেছে।

তিনি আরো বলেছেন, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেও দখলকৃত কাশ্মীরকে নিয়ন্ত্রণে আনতে পারেনি ভারত।

এছাড়া আরেক টুইট বার্তায় ফাওয়াদ চৌধুরী বলেন, কয়েকদিন আগে তিনি কেবল ইমরান খানকে নোবেল দেয়ার কথা বলেছিলেন কিন্তু এখন আমেরিকার পত্রিকাও সে কথা বলছে।

গত ১৪ ফেব্রুয়ারি জইশ-ই-মহম্মদ নামে একটি সংগঠন ভারতে তাদের সন্ত্রাসী হামলা চালিয়ে ৪৬ জন সামরিক বাহিনীর লোককে হত্যা করেছে।এ ঘটনায় দেশটি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায়।

ভারত এ হামলায় অনেকেই হতাহত হয়েছে বলে দাবি করছে। এ হামলায় কোনো হতাহত হয়নি বলে জানায় পাকিস্তান। এ নিয়ে দুদেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা হয়। এতে ভারতীয় দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান।

অন্যদিকে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করে। ভারতীয় যুদ্ধবিমান মিগ-২১ ভূপাতিত করার পর দেশটির এক পাইলটকে বন্দি করে পাকিস্তান।

পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শান্তির শুভেচ্ছা নিদর্শন হিসেবে বন্দি পাইলটকে ভারতে হস্তান্তর করে। এছাড়া ইমরান খান বারবার ভারতের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন।

এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইমরান খানের এমন পদক্ষেপ ঘরে ও ঘরের বাইরে ব্যাপকভাবে প্রশংসিত হয়। পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম কারীরা ইমরানকে নোবেল দেয়ার জোর দাবি জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ