মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ফিলিস্তিনে আবারও ইসরাইলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলদার ইহুদিবাদী ইসরাইল সেনাবাহিনী আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। গাজা উপত্যকার দুটি স্থান টার্গেট করে এ হামলা চালানো হয়।

রবিবার (১০ মার্চ) ইসরাইল গাজার উত্তরাঞ্চলে হামাসের সৈন্যঘাঁটি ও শহরের কেন্দ্রবিন্দু দিয়ারুল বালহে জেলেদের একটি ক্যাম্প লক্ষ্য করে এ হামলা চালায়।

ফিলিস্তিন স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে হামলায় হতাহতের সংখ্যা এখনও জানানো হয়নি। খবর আনাদলু আরবির।

হামলার কথা স্বীকার করেছে ইসরাইলী সেনাবাহিনী। ইসরাইলী বাহিনী জানিয়েছে, তারা হামাস যোদ্ধাদের একটি সামরিক ঘাঁটি ও দুটি নৌকাকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। গাজা থেকে বেলুনের মাধ্যমে ছোড়া অগ্নিস্ফুলিঙ্গ ও রকেট হামলার প্রতিশোধ হিসেবে মূলত এ হামলা চালানো হয়।

হামাস নেতার বেলুন হামলার দায় স্বীকার করেছে। তবে রকেট হামলার কথা অস্বীকার করেছে হামাস।

উল্লেখ্য, নিজ দেশে স্বাধীনভাবে বসবাসের জন্য ফিলিস্তিনিদের সপ্তাহিক আন্দোলন ‌‌‍‌গ্রেটমার্চ অব রিটার্ন' এ গত বছরের মে থেকেই গাজাবাসী ইসরাইলের দিকে বেলুন-হামলা শুরু করে। গত বছরের ৩০ মার্চ শুরু হওয়া জাতীয় এই আন্দোলন গত শুক্রবার ৫০ সপ্তাহ পূর্ণ করেছে এবং এ আন্দোলন অব্যাহত রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ