মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


কেনিয়ার ৪ নাগরিকের সাইকেল চালিয়ে হজ যাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাইকেল চালিয়ে হজে যাওয়ার প্রস্তুতিমূলক প্রশিক্ষণে অংশ নিয়েছেন কেনিয়ার ৪ নাগরিক। এদের মধ্যে একজন নারী বাকি ৩ জন পুরুষ। হজে অংশ নেয়ার পাশাপাশি তারা দরিদ্রদের জন্য প্রতিষ্ঠিত একটি সেবা সংগঠনের কল্যাণ তাহবিলও সংগ্রহ করবে।

জানা যায়, সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুন কেনিয়া থেকে হজের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তারা। ৪৫ দিনের দীর্ঘ সাইকেল ভ্রমণের জন্য নিজেদের তৈরি করতে বর্তমানে পাহাড়ি এলাকায় সাইকেল চালিয়ে প্রস্তুতি নিচ্ছেন তারা। আফ্রিকা থেকে এটিই হবে সাইকেলে চড়া প্রথম হজ কাফেলা।

কেনিয়া কোস্ট ট্যুরিস্ট অ্যাসোসিয়েশনর (কেসিটিএ) কর্মকর্তা মোসাম্বা বলেন, কেনিয়ার এ ৪ সাইক্লিস্ট বলেছে যে তারা ৪৫ দিনে কেনিয়া থেকে হজ পালনে মক্কায় পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

তারা কেনিয়া থেকে যাত্রা শুরু করে প্রথমে ইথিওপিয়া, তারপর উত্তর সুদান হয়ে ফেরিতে লাল সাগর পাড়ি দিয়ে জেদ্দা বন্দর হয়ে মক্কায় পৌঁছাবেন।

সে দলের সদস্যরা হলেন- মুহাম্মদ জহির (দলনায়ক), আনোয়ার মানসুর, মুহাম্মদ সেলিম মুহাম্মদ এবং ওসমান ইদরিসা (নারী)।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ