মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


'মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট...' আবারো সেই বিখ্যাত কবিতাটি শোনালেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ থেকে ২০ বছর আগে ১৯৯৯ সালের ডিসেম্বরে ইস্তাম্বুল সিটির মেয়র থাকাকালীন তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর সিআরতে একটি কবিতার কয়েকটি লাইন আবৃত্তি করার কারণে বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগানকে কারাবরণ করতে হয়েছিল।

নির্বাচনী প্রচারণায় নেমে সেই একই ময়দানে হাজার হাজার তুর্কি ও কুর্দি জনতার সামনে আবার সেই কবিতা পাঠ করলেন এরদোগান। কবিতা শুনিয়ে তখনকার সরকারের সঙ্গে বর্তমান ক্ষমতাসীন দলের শাসনের পার্থক্য তুলে ধরেন সবার সামনে। বহুদিন পর তার কন্ঠে আবার শোনা গেল-

‘মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট, গম্বুজ আমাদের হেলমেট,
মিনার আমাদের বেয়নেট এবং মুসল্লিরা আমাদের সৈনিক,
এই পবিত্র দল পাহারা দিবে আমাদের দীনকে।’

তৎকালীন সেক্যুলার সরকার এই কবিতার মাঝে ধর্মীয় উসকানি এবং ধর্ম ও ধর্মনিরপেক্ষতার মাঝে বিভেদ সৃষ্টির অভিযোগ এনে আজকের জনপ্রিয় নেতা এরদোগানকে কারাদণ্ড দেয়। কয়েকমাস কারাভোগ করে অবশেষে মেয়র এরদোগান ২০০০ সালের মার্চে কারাগার থেকে মুক্তি পান তিনি।

ভিডিও দেখতে ">ক্লিক করুন...।
আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ