মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


জেরুসালেমে ২৩ হাজার ভবন নির্মানের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের জেরুসালেমের ভূখণ্ডে আরও ২৩ হাজার ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

গতকাল (১২ মার্চ) সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, আগামী পাঁচ বছরে দখলকৃত পূর্ব জেরুজালেমে ২৩ হাজার ভবন নির্মাণ সংক্রান্ত একটি চুক্তিতে উপনীত হয়েছে সরকার।

দখলকৃত পূর্ব জেরুসালেমে ইসরাইলের ২৩ হাজার ভবন নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে দেশটির একাধিক মন্ত্রণালয়। ইতোমধ্যেই নেতানিয়াহুর উপস্থিতিতে তারা এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত করেছে। যেসব মন্ত্রণালয় চুক্তিতে সাক্শর করেছে সেগুলো হল, অর্থ, ভূমি ব্যবস্থাপনা ও জেরুজালেম পৌর এলাকা সংক্রান্ত মন্ত্রণালয়। এতে ব্যয় হবে ২৭৬ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দু্ই হাজার ৩১৯ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা।

জেরুসালেম শুধু ইহুদিদের একটি আবাসিক এলাকাই নয় বরং এটি হচ্ছে ইসরাইলের রাজধানী বলে নেতানিহুর দাবী।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ