মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ভারতে মুসলিমরা যেন ভাড়াটিয়া: আজম খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মুসলিমদের সঙ্গে ভাড়াটিয়ার মতো আচরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের সমাজবাদী পার্টি নেতা আজম খান।

দেশটিতে রমজান মাসে ভোট হওয়া নিয়ে সমাজবাদী পার্টির নেতা আজম খান এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন৷

সংবাদসংস্থা এএনআইকে আজম খান বলেন, একটা সময় আরএসএস বলত তারা মুসলিমদের সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে ছাড়বে৷ কিন্তু এখন বলতেই হচ্ছে দেশে মুসলিমদের অবস্থা ভাড়াটিয়ার মতো৷

রমজান মাসে ভোট হওয়া প্রসঙ্গে আজম খান জানান, ভোটের দিন ঘোষণার পর তা পরিবর্তন করা সম্ভব নয়৷ কিন্তু দিন ঘোষণার আগে নির্বাচন কমিশন নিশ্চয়ই বিষয়টি জানত৷

এনআইএকে জানিয়েছে আজম খান বলেছেন,”প্রথমবার কেউ সার্জিক্যাল স্ট্রাইকের নামে ভোট চাইতে যাবে৷ তার মানে সেনাদের জীবনের উপর ভোট চাওয়া হচ্ছে৷ সীমান্তের সওদা করা হয়েছে, রক্তের সওদা করা হয়েছে, উর্দির সওদা করে দেওয়া হয়েছে৷”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ