মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়াসিন মালিকের নেতৃত্বাধীন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টকে নিষিদ্ধ করেছে ভারত সরকার। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় শুক্রবার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জন-নিরাপত্তা আইনে গত ২২ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল ইয়াসিন মালিককে। বর্তমানে তিনি জম্মুর কট বালওয়াল জেলে রয়েছেন।

ভারতের পররাষ্ট্র সচিব রাজীব গৌবা সাংবাদিকদের বলেন, “কেন্দ্রীয় সরকার আজ জেকেএলএফ-কে ১৯৬৭ সালের ইউএপিএর আওতায় নিষিদ্ধ ঘোষণা করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে।”

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কর্মকর্তারা বলছেন, জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ বাড়িয়ে তোলার জন্যই জেকেএলএফ-কে নিষিদ্ধ করা হয়েছে। ইউএপিএ-র ৩নং ধারানুসারে এই নিষিদ্ধি বলে জানিয়েছেন তারা।

এ মাসে এই নিয়ে দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরে কোনও সংগঠন নিষিদ্ধ করা হলো। এর আগে জম্মু-কাশ্মীর জামায়াত-ই ইসলামিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

জেকেএলএফ-কে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারত সরকারের কঠোর সমালোচনা করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, “দীর্ঘদিন আগেই হিংসার পথ ছেড়ে দিয়েছেন ইয়াসিন মালিক। প্রধানমন্ত্রী বাজপেয়ি যখন আলোচনা প্রক্রিয়া শুরু করেছিলেন, তখন ইয়াসিন মালিককে একটি পক্ষ হিসেবে ধরা হয়েছিল। এই সংগঠন নিষিদ্ধ করার মাধ্যমে কী পাওয়া যাবে? এ ধরনের ক্ষতিকর পথ গ্রহণের মাধ্যমে কাশ্মীর এক খোলা জেলে পরিণত হবে মাত্র।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ