মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

লিবিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণে সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে দক্ষিণের জেলাগুলোতে দুই পক্ষে রকেট ও গোলা বিনিময় হয়েছে।

লিবিয়ায় ক্ষমতাসীন সরকারকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। তবে দুই সপ্তাহ আগে হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) লিবিয়ার পূর্বাঞ্চলে হামলা চালাতে শুরু করে। রাজধানী দক্ষিণে সরকারের অনুগত বাহিনী গভার্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) এর সেনারা হাফতারের বাহিনীকে প্রতিরোধ করতে শুরু করে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিগত দিনগুলোর তুলনায় শনিবার গোলাবর্ষণের মাত্রা ও শব্দ অনেক বেশি ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা শনিবার রাতে রাজধানীর আকাশে যুদ্ধবিমান উড়তে দেখেছেন। কয়েকটি এলাকায় হামলার আগে এগুলো গুনগুন শব্দ করছিল। মধ্যরাতের পর আরেকটি যুদ্ধবিমান আকাশে ওড়ার শব্দ পাওয়া যায়। প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়ার আগ পর্যন্ত এটি ১০ মিনিট আকাশে চক্কর দিয়েছিল।

দুই পক্ষই ত্রিপোলির দক্ষিণে নিজেদের অবস্থান সুসংহতের দাবি করেছে। তবে তাৎক্ষনিকভাবে কোনো বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।

জিএনএ’র সামরিক অভিযান বিষয়ের মুখপাত্র মুস্তফা আল-মেজি বলেছেন, তার বাহিনী নতুন মাত্রার হামলা শুরু করেছে।

হাফতারের বাহিনীর মুখপাত্র আহমেদ আল মেসমারি জানিয়েছেন, শনিবার ত্রিপোলির মিত্র বাহিনী তিনবার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ