আওয়ার ইসলাম: আনুষ্ঠানিকভাবে জাপানের নতুন সম্রাটের দায়িত্ব নিয়েছেন যুবরাজ নারুহিতো। দায়িত্ব গ্রহণের পর তিনি জাতীর উদ্দেশ্যে একটি ভাষণও দিয়েছেন। ভাষণে তিনি বলেন, সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনা করা হবে এবং জনগণের কল্যাণে সবসময় কাজ করা হবে।
বিদায়ী সম্রাট আকিহিতোর বড় ছেলে নারুহিতো। আকিহিতো ৩০ বছর সম্রাটের দ্বায়িত্ব পালন করেন। এরপর জীবদ্দশায় ক্ষমতা হস্তান্তরের সুযোগ চেয়ে অনুরোধ করলে সংসদে আইন পাস করে আকিহিতোকে এই সুযোগ প্রদান করা হয়। স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয়ার পর বাবার জায়গায় স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন ৫৯ বয়সী নারুহিতো।
বিশ্লেষকদের মতে, নতুন সম্রাটের কাছ থেনে নতুন কোন নাটকীয় পরিবর্তন আশা করছে না দেশটির নাগরিকরা। তিনি তার বাবা আকিহিতোর পথেই চলবেন বলেই ধারণা করা হচ্ছে।
-এটি