আওয়ার ইসলাম: পাকিস্তানকে ইঙ্গিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘এখন থেকে দেশ যদি কোনও বিপদে পড়ে, আমরা শত্রুপক্ষের ঘরে ঢুকে তাদের ধ্বংস করে আসবো। তারা আমাদের দিকে বুলেট ছুড়লে আমরা বোমা ছুড়বো।’
বুধবার ভারতের রাজস্থানের জয়পুরে নির্বাচনী প্রচারে তিনি একথা বলেন।
জইশ-ই-মুহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘বড় জয়’ বলে দাবি করেন মোদী। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদীদের নির্মূল করাই এই সরকারের প্রথম লক্ষ্য।’
গত প্রায় ১০ বছর ধরে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি জানিয়ে আসছিল ভারত। বেজিংয়ের চাপে বারবার ফিরতে হচ্ছিল খালি হাতে। শেষমেশ গতকাল মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে জাতিসংঘ।
এ প্রসঙ্গে মোদী বলেন, ‘গোটা বিশ্ব এবার ভারতের কথা শুনতে শুরু করেছে। আমাদের আর অবজ্ঞা করা যাবে না। আমি প্রকাশ্যে বলছি, এই সবে শুরু। এরপর কী কী হয়, শুধু দেখে যান।’
আজহারকে জঙ্গি তালিকাভুক্ত করতে ভারতের পাশে থাকার জন্য ফ্রান্স, আমেরিকা ও ইংল্যান্ডকে ধন্যবাদ জানান এই বিজেপি নেতা। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পাশে থাকার জন্য ১৩০ কোটি দেশবাসীর পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানাই।’
লোকসভা নির্বাচন চলাকালীন মাসুদ আজহারের বিষয়টি সামনে আসায় রাজনীতিও শুরু হয়েছে। বিজেপি নেতারা একে ‘মোদীর সাফল্য’ বলতে চাইছেন। বিরোধীরা অবশ্য ‘কূটনৈতিক সাফল্যে’র উপরই জোর দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী মোদী নিজে বলছেন, ‘এটা শুধু মোদীর সাফল্য নয়, গোটা দেশের সাফল্য। দেশবাসীর কাছে একটা গর্বের দিন।’
কেপি