মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

এরদোগানের আমন্ত্রণে তুরস্কে যাচ্ছেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে চলতি বছরের মাঝামাঝি দেশটিতে সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিডল ইস্ট আই এর বরাতে তুরস্কের এক কর্মকর্তা এমন খবর প্রকাশ করেছে ।

গত মঙ্গলবার রজাব তাইয়্যেব এরদোগানের একজন সিনিয়র সহযোগী ইব্রাহিম কালিন ও মার্কিন জাতীয় নিরাপত্তা ‍উপদেষ্টা জন বোল্টনের মধ্যে ওই সফরের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যায়।

তুরস্কের ওই কর্মকর্তা জানান, ট্রাম্প জুলাই মাসে তুরস্ক সফর করবেন। যদিও তার তুরস্ক সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আরেকজন সিনিয়র তুর্কি কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, উভয়পক্ষই সফরের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয়ই ন্যাটোর সদস্য। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন ইস্যুতে আঙ্কারা ও ওয়াশিংটনের সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দেয়।

এরমধ্যে রাশিয়া থেকে তুরস্কের এস-৪০০ মিসাইল কেনা সিদ্ধান্ত এবং সিরিয়া ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দিশ বাহিনীকে যুক্তরাষ্ট্রের সমর্থন আঙ্কারা ও ওয়াশিংটনের সম্পর্ককে তিক্ত করে তোলে।

এর আগে সোমবার এস-৪০০ চুক্তি নিয়ে টেলিফোনে আলাপ করেছেন ট্রাম্প ও এরদোগান। যুক্তরাষ্ট্রের অভিযোগ তুরস্ক যদি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল কেনে তাহলে রাশিয়া মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এই এফ-৩৫ যুদ্ধবিমান প্রকল্পে তুরস্কেরও অংশীদারিত্ব রয়েছে। এরই মধ্যে তুরস্ককে দুটি এফ-৩৫ বিমান সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ