বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


সেনা নিয়ে টুইট করায় কাশ্মিরী সাংবাদিক গ্রেফতার, মুক্তির দাবিতে হ্যাশট্যাগ চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মিরে আধাসামরিক বাহিনী মোতায়ন করার নির্দেশনা নিয়ে টুইট করায় এবার কাশ্মিরের এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সাংবাদিক কাজী শিবলী কাশ্মিরে কাশ্মিরিয়্যাত নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন। এরআগে কাশ্মিরিয়্যাতের ফেসবুক পেজও ডাউন করে দেয় সরকার। খবর আনন্দবাজারের।

কাশ্মির নিয়ে সাম্প্রতিক উদ্বেগজনক অবস্থায় সেখানে বাড়তি আধাসামরিক বাহিনী মোতায়ন নিয়ে যে নির্দেশনা জারি করা হয় তা তিনি টুইটারে প্রকাশ করেন। মূলত এরপরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর #FreeQaziShibli হ্যাশট্যাগ দিয়ে তার মুক্তির দাবি তোলেন অসংখ্য মানুষ।

সম্প্রতি আসিফ সুলতান নামে আরও এক সাংবাদিককে গ্রেফতার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। এনিয়ে বারবারই কাশ্মিরের সংবাদমাধ্যমগুলোতে হস্তক্ষেপ করছে ভারতীয় সরকার, ফলে সেখানে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে।

এর আগে কাশ্মিরের দু’টি বড় সংবাদপত্রে কোন কারণ ছাড়াই সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেয়া হয়। কাশ্মিরে চলমান নির্যাতন নিয়ে যাতে সংবাদ মাধ্যমগুলো কাজ না করতে পারে সে লক্ষ্যে গত বছরের মে মাস থেকেই সেখানে বিদেশি সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদি কোন বিদেশি সাংবাদিক সেখানে কাজ করতে চান তাহলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ও নির্দেশনা মোতাবেক কাজ করতে হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ