সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ভারতের সাথে সমঝোতা স্মারক নিয়ে জামায়াতের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে শনিবার (৫ অক্টোবর) দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ফেনী নদী থেকে ভারতকে ১.৮২ কিউসেক পানি প্রত্যাহারের অধিকার দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংগঠনটির নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘ফেনী নদী থেকে ভারতকে ১.৮২ কিউসেক পানি প্রত্যাহার করার অধিকার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন। এ ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের পূর্বে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো ভারতের নিকট বাংলাদেশের স্বার্থ বিকিয়ে না দিয়ে গঙ্গা ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করে দেশে ফেরার আহ্বান জানিয়েছিল। কিন্তু অত্যন্ত বেদনা ও পরিতাপের বিষয় তিনি ভারতের নিকট থেকে বাংলাদেশের স্বার্থ আদায় করার পরিবর্তে বাংলাদেশের ফেনী নদীর পানি দিয়ে এসে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন। তার জাতীয় স্বার্থ বিরোধী এ কর্মকাণ্ডে দেশবাসী বিক্ষুব্ধ ও মর্মাহত।’

পরওয়ার বলেন, গঙ্গা ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের ব্যাপারে কোন আলোচনা আদৌ হয়েছে কিনা তাও দেশবাসী জানে না। উপরন্তু তিনি ফেনী নদীর পানি ভারতকে দিয়ে এসেছেন। এতে তার সরকারের চরম ব্যর্থতাই প্রমাণিত হয়েছে। তিনি বাংলাদেশের জনগণকে হতাশ করেছেন। বাংলাদেশের স্বার্থ আদায়ে প্রধানমন্ত্রীর চরম ব্যর্থতায় দেশের জনগণ গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ