আওয়ার ইসলাম: দুর্নীতিকে পাকিস্তানে বিনিয়োগের বড় বাধা বলে মন্তব্য করেছেন ইমরান খান। দুর্নীতি দমনে চীনা নীতি অনুসরণ করতে চান পাকিস্তানের। তিনি গতকাল, চীনের রাজধানী বেইজিংয়ে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সম্মেলনে দেয়া ভাষণে আক্ষেপ করে বলেন, ‘চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদাহরণ অনুসরণ করে ৫০০ দুর্নীতিগ্রস্ত ব্যাক্তিকে জেলে পাঠাতে পারতাম।‘
ইমরান খান আরও বলেন, তিনি শুনেছেন চীনের মন্ত্রী পর্যায়ের প্রায় ৪শ ব্যক্তির দুর্নীতি প্রমাণিত হয়েছে এবং পরে তাদের জেলে পাঠানো হয়েছে। পাকিস্তানের বিনিয়োগের ক্ষেত্রে দুর্নীতি একটি বড় বাধা বলেও মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী।
অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার চীন সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গেল এক বছরের মধ্যে এট ইমরানের তৃতীয় সফর।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছেন ইমরান খানের।
আরএম/