আওয়ার ইসলাম: উন্নত চিকিৎসার জন্য নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ঢাকায় আনা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আকাশপথে যশোর বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে আসা হয় তাকে।
গোলাম মুর্তজাকে ঢাকায় আনার বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ডা. আলিমুজ্জামান সেতু। তিনি জানান, বর্তমানে অবস্থা আগের থেকে কিছুটা ভালো। তবে কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং উন্নত চিকিৎসার জন্য মাশরাফির বাবাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মাশরাফির বাবা। নড়াইল সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক মাশরাফির বাড়িতে যান। পরে অবস্থার অবনতি হলে যশোর সিএমএইচে পাঠানো হয় তাকে।
-এএ