রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জুলাই যোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি, পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানের সঙ্গে জমিয়তের মতবিনিময় সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার কারণ জানাল প্রেস উইং মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও

দীর্ঘ আড়াই মাস পর কাশ্মীরে মোবাইল সংযোগ চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় আড়াই মাস পর চালু হলো জম্মু-কাশ্মীরের মোবাইল নেটওয়ার্ক। সোমবার দুপুর ১২টা থেকে পোস্ট পেইড মোবাইল পরিষেবা চালু করে দেয় স্থানীয় প্রশাসন।

বিবিসি বাংলা জানায়, মোবাইলে কথা বলতে পারলেও ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছে না কাশ্মীরিরা। মোবাইল ইন্টারনেট চালু করতে আরও সময় নেবে প্রশাসন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, উপত্যকায় ৮৪ লাখ ফোনের সংযোগ রয়েছে। তবে পোস্ট পেইড চালু হলেও এখনই মোবাইল পরিষেবার সুবিধা পাবেন না উপত্যকার প্রায় ৩০ লাখ প্রি-পেইড গ্রাহক।

৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি সরকার।

তার আগের দিন থেকে কঠোর সামরিক নিরাপত্তা জারি করা হয় অঞ্চলটিতে। সেই সঙ্গে ইন্টারনেট সার্ভিস, ল্যান্ডফোন এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। এতদিন ধরে পুরো বিশ্বের সঙ্গে কাশ্মীরের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন ছিল।

মোবাইল সংযোগ পেয়ে কাশ্মীরিরা স্বস্তির নিশ্বাস ফেলেছেন বলা যায়। আনন্দবাজার জানায়, সংযোগ পেয়েই শ্রীনগরের আইন পড়ুয়া মুজাম্মিল আহমেদ শাহ কথা বলেন দাদির সঙ্গে।

মুজাম্মিল বলেন, ‘কখন ১২টা বাজবে, সেই অপেক্ষায় বসে ছিলাম। আমাদের বলা হয়েছিল, সে সময়ই পোস্টপেইড মোবাইল লাইন চালু হবে। মা-বাবার জন্য চিন্তা তো হয়ই। তবে তাদের সঙ্গে ল্যান্ডলাইনে বেশ কয়েক বার কথাবার্তা হয়েছে। কিন্তু দাদির জন্য আরও বেশি চিন্তা হতো। সব সময় তো ফোনের কাছে এসে কথা বলতে পারতেন না তিনি! তার গলা শুনে ফের যেন আশ্বস্ত হলাম।’

মোবাইল নেটওয়ার্ক চালু হলেও অনেক কাশ্মীরিদের মনে সংশয়। লালচকের এক বাসিন্দার ভাষ্য, ‘মোবাইল পরিষেবা চালু করা ছাড়াও এমন অনেক ইস্যু রয়েছে যা আগে নিষ্পত্তি করা দরকার। তবে হ্যাঁ, আজকালকার দিনে এটা তো একটা প্রয়োজনীয় ব্যাপার। তাতে হয়তো কিছুটা স্বস্তি মিলল।’

মুজাম্মিলের মতোই এ দিন নিজের মোবাইল থেকে বেশ কিছু কল করেছেন উপত্যকার এক দোকানি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, ‘ফোন লাইন চালু হওয়ার পর এখন মনে হচ্ছে, স্বাভাবিক জীবন বলতে কী বোঝায়, আর কেমন করে তা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। কাশ্মীরের বাইরের মানুষের কাছে যা সহজেই মেলে, তা আমাদের কাছে তা অভাবনীয়!’

জম্মুতে আগস্টের মাঝামাঝি মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করা হলেও তা ফের বন্ধ করে দেওয়া হয়। তবে গত মাসে ল্যান্ডলাইন পরিষেবা চালু করা হয়েছে। তার মধ্যে বেশির ভাগই বিএসএনএলের ফোন লাইন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ