রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানের সঙ্গে জমিয়তের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, ডাকসুর সাবেক ভিপি, চারবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমানের সঙ্গে মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।

শনিবার (১৭ জানুয়ারি) বাদ ইশা জমিয়তের ঢাকা জেলা উত্তরের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা উত্তরের উপদেষ্টা এবং যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জমিয়ত ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতি আমিনুল ইসলাম কাসেমী ও সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী, সাভার থানা জমিয়তের সভাপতি মুফতি আলী আশরাফ তৈয়ব ও সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরী, কেরানীগঞ্জ মডেল থানা জমিয়তের সভাপতি মুফতি আরিফ উল্লাহ আরিফ ও সাধারণ সম্পাদক মাওলানা জাকির মাহমুদ, মুফতি আব্দুল বারী আমিনবাজার, মাওলানা নোমান কাসেমী তেঁতুলঝোড়া, মুফতি লুৎফুর রহমান কাউন্দিয়া, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি আবু হোরায়রা, মুফতি আব্দুর রহীম হরিণধরা, মুফতি হুজায়ফা নোমানী হারুনিয়া, মুফতি আল আমীন যাদুরচর প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ