আওয়ার ইসলাম: মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৪ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
স্থানীয় সময় সোমবার (১৪ অক্টোবর) মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিকোচানে এ গোলাগুলি ঘটনা ঘটে। অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এ এলাকা।
মিকোচানের নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ অভিযানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা করে বন্দুকধারীরা। এলোপাতাড়ি গুলিতে ১৪ জন্য পুলিশ অফিসার মারা যান। হামলাকারীদের ধরতে বিভিন্ন স্থানে চেক পয়েন্ট বসিয়েছে পুলিশ এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশের টহল গাড়িগুলো শহরের ভিতর দিয়ে যাওয়ার সময় হামলাটি হয়। সশস্ত্র ব্যক্তিরা বেশ কয়েকটি পিকআপ ট্রাকে করে এসে পুলিশ বহরটি ঘিরে ফেলে এবং কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি করে এরপর তাদের গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়।
এ হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে সব ধরনের উপায় কাজে লাগানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষগুলো। গত ডিসেম্বরে মেক্সিকোর দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশটির মাদক অপরাধ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। সূত্র গার্ডিয়ান ও বিবিসি।
-এএ