আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান জানিয়েছেন, আঙ্কারা সফরের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে দেখা করবেন না তিনি।
বুধবার (১৬ অক্টোবর) ব্রিটেনের টেলিভিশন চ্যানেল স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি আমার অবস্থানে শক্তভাবে আছি; আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করব না। তারা তুরস্কের ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন তুরস্ক সফরে আসবেন; তখন আমি তার সঙ্গে কথা বলব।
অবশ্য পরে তুর্কি প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ বিষয়ক পরিচালক ফরহাদ উদ্দিন আলতুন তার টুইটারে লিখেছেন, ‘মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট এরদোগান সাক্ষাৎ করবেন’। তিনি আরও লিখেছেন, ‘প্রথম দিকে প্রেসিডেন্ট এরদোগান মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে রাজি ছিলেন না কিন্তু এখন তিনি তার পরিকল্পনা পরিবর্তন করেছেন’।
এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তা অগ্রহণযোগ্য এবং আঙ্কারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি বলেন, ‘আঙ্কারা আশা করে মার্কিন কংগ্রেস নিষেধাজ্ঞা আরোপের এই ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গি থেকে পিছিয়ে যাবে’।
উল্লেখ্য, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্ক যে সামরিক অভিযান চালাচ্ছে তা বন্ধ করার ব্যাপারে এরদোগানকে রাজি করানোর জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফরে আসছেন। সূত্র: পার্সটুডে
-এএ