আওয়ার ইসলাম: সন্ত্রাসবাদে অর্থায়ন এবং মদদ দেয়া বন্ধ না করলে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত হতে হবে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। আর এজন্য দেশটিকে মাত্র চার মাসের সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।
ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) হলো এমন একটি সংস্থা যারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদে অর্থায়নবিরোধী পর্যবেক্ষক হিসেবে কাজ করে। পাকিস্তান এখন ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ‘ডার্ক গ্রে’ বা ‘গাঢ় ধূসর’ তালিকায় রয়েছে।
সংবাদমাধ্যম ‘রয়টার্স’ শুক্রবার জানিয়েছে, ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের চলতি অধিবেশনে শেষবারের মতো সতর্ক করা হয়েছে পাকিস্তানকে। আগামী চার মাসের মধ্যে সন্ত্রাসবাদীদের অর্থযোগান এবং মদদ দেওয়া বন্ধ না করলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
কালো তালিকাভুক্ত হলে পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করে দেবে এফটিএফের সদস্য দেশগুলো।
-এএ