আওয়ার ইসলাম: আল্লাহ তায়ালার লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তায়ালা আমাদেরকে শেষ নবির উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের অগণিত অসংখ্য নেয়ামত দান করেছেন।
আমাদেরকে আলেম বাণিয়েছেন। আল্লাহ তায়ালার নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করা আমাদের জন্য অপরিহার্য। নেয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ নেয়ামতরাজী ছিনিয়ে নেয়ারও ভয় রয়েছে। তাই আমাদেরকে আল্লাহ তায়াল নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে হবে।
কথাগুলো বলছিলেন পাকিস্তানের প্রসিদ্ধ আলেম, ইসলামিক লেকচারার, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শায়েখ মাওলানা ইলিয়াস গুম্মান। তিনি বিশেষ করে হিন্দুস্তানের মুসলমানদের সম্মোধন করে বলেন, আমাদের সবচেয়ে প্রসিদ্ধ দীনি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, মাজাহেরে উলুম সাহারানপুর, নাদওয়াতুল উলামা লাখনৌ, থানাভবন মাদরাসা, রায়পুর মাদরাসা, গাঙ্গুহ মাদরাসা, নিজামুদ্দিন মারাকাজ এগুলো আমাদেরই প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলোতে আমাদের আকাবিরে কেরামই ইলমের ও দীনের খেদমত করে যাচ্ছেন।
এ মাদরাসা ও দীনি প্রতিষ্ঠানগুলোর কোনো শায়েখ বা আলেমের সঙ্গে যদি মতবিরোধ তৈরি হয়, আমাদের তাকে সম্মান করা উচিত। তার সঙ্গে বেয়াদবি করা যাবে না। মনে রাখতে হবে তারা আমাদের শায়েখ, আকাবির।
আমরা যদি তাদের কাউকে কিছু বলতে হয় তাহলে লোকদের সামনে নয়, একাকি নিয়ে তাদের বুঝাতে হবে বা তাদের সঙ্গে কথা বলতে হবে।
দারুল উলুম দেওবন্দ যদি সম্মানের দিকদিয়ে অনেক উপরে, তাদেরও উচিত নয় কাউকে ছোট করে দেখা। দেওবন্দ এর ওয়াকফ এটিও আমাদেরই প্রতিষ্ঠান। তাদের সঙ্গেও আমাদের ভালো ব্যবহার করতে হবে।
বর্তমানে সমাজের যে অবস্থা, কোনো কারণে যদি আমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, তাহলে আমাদের মধ্যেই আমাদের মতবিরোধগুলো শেষ করতে হবে। মনে রাখতে হবে আমাদের মতবিরোধ করার কারণে অন্যরা যেনো সে সুযোগে আমাদের ঐক্যকে বিনষ্ট না করে।
দারুল উলুম দেওবন্দ, মাজাহেরে উলুম সাহারানপুর, নাদওয়াতুল উলামা লাখনৌ, থানাভবন মাদরাসা, রায়পুর মাদরাসা, গাঙ্গুহ মাদরাসা, নিজামুদ্দিন মারাকাজ সবগুলোই আমাদেরই প্রতিষ্ঠান, আমরা একে অপরের সঙ্গে শত্রুতা নয় বরং মহাব্বতের সঙ্গে মতপ্রার্থক্য থাকলে সমযোতায় আসতে হবে। আল্লাহ তায়ালা আমাকে ও আমাদের সবাইকে বুঝ দান করুন। সমস্ত ফেতনা থেকে হেফাজত করুন। আমাদের মাঝে কোনোভাবে যেনো অনৈক্য তৈরি না করেন।
সূত্র: ইউটিউব থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
-এটি