আওয়ার ইসলাম: রাশিয়ায় একটি সোনার খনি ধসের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির ক্রাসনয়ারস্কের সাইবেরীয় অঞ্চলে এই ঘটনা ঘটে।
আজ শনিবার (১৯ অক্টোবর) সকালের দিকে খনির বাধ ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এতে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। আর আহত হয়েছে অন্তত ১৪ জন। আহতদের দ্রুত উদ্ধারের পর নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রাশিয়ার ইমার্জেন্সি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকালের দিকে সেইবা নদীর বাধ ভেঙে খনিতে পানি ঢুকে পড়ে। বাধ ভেঙে পানি ঢুকে পড়ায় সোনার খনিতে ধস নামে। আর এতে হতাহতের এই ঘটনা ঘটে।
তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার ইমার্জেন্সি মন্ত্রণালয়।
-এটি