রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

'কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবিতে আন্দোলন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের সেক্রেটারী আল্লামা নুরুল ইসলাম বলেছেন, কাদিয়ানীরা রাসুলুল্লাহ সা. কে শেষ নবী বলে স্বীকার করে না৷ খতমে নবুয়তকে অস্বীকার করলে আর মুসলমান থাকে না৷ তাই পৃথিবীর সকল আলেমদের সর্বসম্মত মতামত হল কাদিয়ানীরা কাফের৷

রোববার (২০ অক্টোবর) সাভার জাতীয় অন্ধসংস্থা মসজিদে সাভার আশুলিয়া ধামরাই ৭নং জোন আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন৷

তিনি বলেন, কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি করে নিজেদের বাতিল ধর্ম বিশ্বাস প্রচার করে সরলমনা মুসলমানদের বিভ্রান্ত করছে৷ তাদেরকে কাদিয়ানী বানানোর ষড়যন্ত্র করছে৷ এমনকি তারা ভূল ব্যাখ্যা সম্বলিত কুরআনের তাফসির রচনা করে বিতরন করছে৷ এ অবস্থায় কাদিয়ানীদের ষড়যন্ত্র কোন অবস্থায়ই মেনে নেয়া যায় না৷ তাদেরকে অমুসলিম ঘোষনা করে মুসলমানদের ঈমান-আকিদা সংরক্ষন করতে হবে৷ বিভ্রান্তি থেকে রক্ষা করতে হবে৷ না হলে এদেশের তৌহিদি জনতা আন্দোলন গড়ে তুলবে৷

তিনি আরো বলেন, আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুয়ত একমাত্র আন্তর্জাতিক সংগঠন৷ বিশ্বের বিভিন্ন দেশে এর শাখা রয়েছে৷ তাই তাহাফফুজে খতমে নবুয়তের ব্যানারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে৷

আল্লামা মহিউদ্দিন রব্বানীর সভাপতিত্বে ও মুফতি সুলতান মাহমুদ ও মুফতি আলী আকরামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আলী আজম, মাওলানা কাওসার হুসাইন, মাওলানা আলী আশরাফ, মাওলানা মাহবুব গুলজার, মাওলানা কবীর হুসাইন প্রমুখ৷

বক্তারা ভোলায় তৌহিদি জনতার উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করেন৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ