সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

নওয়াজ শরিফকে ‘বিষ’ প্রয়োগের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাগারে নওয়াজ শরিফকে ‘বিষ’ দেয়া হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন নওয়াজ শরিফের ছেলে হুসেন নওয়াজ। সোমবার রাতে অসুস্থতার কারণে নওয়াজ শরিফকে হাসপাতালে নেয়ার পরদিন মঙ্গলবার এই অভিযোগ করেন হুসেন নওয়াজ।

তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর হেফাজতে তার বাবাকে ‘বিষ’ দেয়া হতে পারে। যে কারণে নওয়াজ শরিফের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে।

এর আগে সোমবার রাতে হঠাৎ‌ করে শারীরিক অবস্থার অবনতি হলে ব্যক্তিগত ডাক্তারের পরামর্শে তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতেই রক্ত পরীক্ষার পর ডাক্তাররা জানায়, প্লেটলেট কাউন্ট অস্বাভাবিক হারে কমে গিয়েছে।

মেডিকেল রিপোর্ট অনুযায়ী, নওয়াজ শরিফের প্লেটলেট কাউন্ট এখন ১৬ হাজার। হুসেনের কথায়, প্লেটলেট কমে যাওয়া সত্ত্বেও আমার বাবাকে কেন হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল না, এর জবাব ইমরান খান সরকারকে দিতে হবে। প্লেটলেট কাউন্ট কমে যাওয়া স্বাস্থ্যের জন্য গুরুতর বিষয়। মৃত্যু পর্যন্ত হতে পারে। তা সত্ত্বেও এই গাফিলতি কেন, এর জবাব কি ইমরান সরকারের কাছে আছে?

মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার আয়াজ মাহমুদ মঙ্গলবার নওয়াজ শরিফের স্বাস্থ্য পরীক্ষা করেন। এদিন তাকে প্লেললেট দেয়া হয়েছে। এদিকে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)-এর নেতা আতাউল্লাহ তারার বলেছেন, হাসপাতালে নিয়ে আসার সময় নওয়াজ শরিফের প্লেললেট কাউন্ট দুই হাজারে নেমে গিয়েছিল। এখন প্লেললেট দেয়ার পর, তা বেড়ে ২০ হাজার হয়েছে।

ডাক্তারের বরাতে তিনি জানান, নওয়াজ শরিফের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত, তাকে হাসপাতালেই থাকতে হবে। রক্তে স্বাভাবিক প্লেটলেট কাউন্ট হলো, দেড় লাখ থেকে ৪ লাখ।

অন্যদিকে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব) এক বিবৃতিতে জানিয়েছে, নওয়াজ শরিফের অবস্থা এখন স্থিতিশীল। অবস্থার ক্রমে উন্নতি হচ্ছে।

উল্লেখ্য, আল-আজিজা স্টিল মিলের মামলায় ৬৯ বয়সী নওয়াজের সাত বছরের কারাদণ্ড হয়েছে। ওই জেলের মেয়াদ শুরু হয়েছে গত বছরের ২৪ ডিসেম্বর থেকে। তার বিরুদ্ধে আরও দুটি দুর্নীতির মামলাও রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ