আওয়ার ইসলাম: আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ত্রাল এলাকায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
এনডিটিভির বরাতে জানা যায়, এই গোলাগুলির ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে কাশ্মীরের ত্রালে।
খবরে আরো বলা হয়, ত্রালে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে ইনকাউন্টারে তিনজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা নিহত তিনজনকে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের সদস্য বলে দাবি করেছেন।
কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক দিলবাগ সিং বলেন, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের গোলাগুলি হয়েছে।
এতে তিন সন্ত্রাসীর প্রাণহানির ঘটনা ঘটেছে। গোলাগুলির সময় ঘটনাস্থল থেকে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
-এটি