আওয়ার ইসলাম: জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মাদ বদরুজ্জামান ও কিশোর শিল্পী তাওহীদ জামিলকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে ডিবি পরিচয়ে তাদের তুলে নেয়া হয়।
জানা যায়, বুধবার রাত ৯টার দিকে কলরবের অফিস থেকে কিশোর শিল্পী তাওহীদ জামিলকে নিয়ে যায় ডিবি। এসময় অফিসে ব্যবহৃত ল্যাপটপ, কম্পিউটারও নিয়ে যায় ডিবি। অফিসে থাকা অন্যান্যদের বের করে দিয়ে অফিসে তালা মেরে যায়।
এ বিষয়ে কলরবের নির্বাহি পরিচালক রশিদ আহমদ ফেরদাউস বলেন, গতকাল রাতে কলরবের যুগ্ম পরিচালক বদরুজ্জামানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে। আমরা তার মুক্তির জন্য চেষ্টা করছি।
-এএ