সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

জাহাজের সংঘর্ষে কর্ণফুলীতে ছড়িয়ে পড়েছে ১০ টন তেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কর্ণফুলী নদীতে লাইটারেজ জাহাজের সঙ্গে সংঘর্ষে তলা ফেটে যাওয়া একটি অয়েল ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়েছে।

ছয়টি জাহাজ দিয়ে নদী থেকে আট মেট্রিক টন তেল তুলেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে জোয়ার-ভাটায় আশপাশে ছড়িয়ে পড়েছে অনেক তেল। ঘটনা তদন্তে তদন্ত কমিটি করেছে বন্দর কর্তৃপক্ষ।

অয়েল ট্যাংকার থেকে তেল নিঃসরণের ঘটনায় পরিবেশ দূষণের অভিযোগ এনে জাহাজ দু’টির মালিককে হাজির হওয়ার নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত জাহাজগুলো নদীতে ভাসতে থাকা মোট আট টন তেল উত্তোলন করে।

চট্টগ্রাম বন্দর কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, বৃহস্পতিবার ভোর চারটার দিকে কর্ণফুলী নদীতে বন্দরের ডলফিন জেটির কাছে অয়েল ট্যাংকার দেশ-১ এর সঙ্গে সিটি-৩৮ নামের লাইটারেজ জাহাজের সংঘর্ষ হয়। এতে অয়েল ট্যাংকারটির এক পাশে ফুটো হয়ে তেল নিঃসরণ হতে থাকে।

দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কান্ডারি-৮ জাহাজ গিয়ে অয়েল ট্যাংকার ও লাইটারেজ জাহাজটিকে আটক করে।

এদিকে জাহাজ থেকে তেল নিঃসরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চট্টগ্রাম বন্দরের তৈল বর্জ্য পরিষ্কারকারী জাহাজ বে ক্লিনার-১ ও বে ক্লিনার-২। পাশাপাশি আরো চার জাহাজকে তেল তোলার কাজে নিয়োজিত করে বন্দর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশ-১ অয়েল ট্যাংকারটি ওই সময় বন্দরের ডলফিন জেটি-৪ থেকে ১ হাজার ২৫০ লিটার ডিজেল নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয়েছিল। লাইটারেজ জাহাজের সঙ্গে সংঘর্ষের ফলে ট্যাংকারটির একটি ট্যাংক ফুটো হয়ে প্রচুর তেল নদীতে ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম জানান, বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে জাহাজ দুটির সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে বন্দরের দুটি বে ক্লিনার জাহাজসহ মোট ছয়টি জাহাজ অয়েল ট্যাংকার থেকে পড়ে যাওয়া তেল তুলে নেয়ার কাজ শুরু করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ