সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ডিসির দেয়া চাকরি ফিরিয়ে দিলেন অভিমানী মুক্তিযোদ্ধার পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুর জেলা প্রশাসকের (ডিসি) দেয়া চাকরি ফিরিয়ে দিয়েছেন রাষ্ট্রীয় সম্মান না পাওয়া মরহুম মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের পরিবার।

গতকাল শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম মরহুম মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়ি যান। সেখানে ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গে কথা বলেন এবং দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি দেয়ার আশ্বাস দেন। কিন্তু মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের পরিবার ডিসির দেয়া চাকরি ফিরিয়ে দেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে মুক্তিযোদ্ধার বড় ছেলে নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক আমাদের বাড়িতে আসেন। সেখানে আমাদের সঙ্গে কথা বলার পর জেলা প্রশাসক কার্যালয়ের প্রহরী পদে চাকরি দিতে চান। কিন্তু আমার ভাইকে বিনা অপরাধে যারা চাকরিচ্যুত করেছেন, তাদের অধীনে আমার ভাই চাকরি করবে না। কারণ যারা চাকরি দিতে পারে তারা পরবর্তীতে চাকরিচ্যুতও করতে পারেন।

'জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সুপারিশে আমার ভাইকে দিনাজপুর সদর এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) গাড়ি চালক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু আমার ভাই কোনো ভুল না করলেও তাকে চাকরিচ্যুত করা হয়েছে'।

এদিকে শনিবার দুপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকির হোসেন মুক্তিযোদ্ধার প্রতি অবহেলা ও রাষ্ট্রীয় সম্মান ছাড়া দাফনের ঘটনায় দিনাজপুরে তদন্ত করেছেন।

তিনি জানান, সরকার মুক্তিযোদ্ধার ব্যাপারে সবসময় অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। অথচ দিনাজপুরে মুক্তিযোদ্ধার প্রতি যে অবহেলা করা হয়েছে সে ব্যাপারে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। আমি মরহুম মুক্তিযোদ্ধা পরিবারের কাছ থেকে একটি লিখিত অভিযোগ চেয়েছি। লিখিত অভিযোগ পেলেই তদন্ত প্রতিবেদনের রিপোর্ট বিভাগীয় কমিশনারের কাছে জমা দেব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ