সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

পাকিস্তানে বিরোধীদের ৪ দাবির মধ্যে ২টি দাবি প্রত্যাখ্যান করেছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী দলীয় নেতাদের ৪ দাবির মধ্যে ২টি দাবি প্রত্যাখ্যান করেছেন।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাটটাকের নেতৃত্বে সরকারের পক্ষ থেকে  আলোচনা কমিটির কাছে প্রধানমন্ত্রী ইমরান খান বরাবর বিরোধী দলের জমা দেওয়া চারটি দাবি পেশ করা হয়েছিলো।

ইমরান খানের কাছে বিরোধীরা চারটি দাবি করেছিলেন,  ১। প্রধানমন্ত্রীর পদত্যাগ ২। নতুন নির্বাচন ৩। সংবিধানে ইসলামী বিধান সংরক্ষণ ৪। বেসামরিক প্রতিষ্ঠানের ভূমিকা সরকারীভাবে পরিচালনা।

ইমরান খান প্রধানমন্ত্রী পদত্যাগ ও নতুন নির্বাচন এ দুটি দাবি প্রত্যাখ্যান করেছেন। ইসলামাবাদে, সরকারের আলোচনার কমিটি এবং বিরোধী নেতার কমিটির মধ্যে এক দফা বৈঠক শেষে এ বিষয়গুলো জানানো হয়।

সরকার কমিটির মধ্যে পারভেজ খট্টক, সাদিক সানজরানী, আসাদ কায়সার, আসাদ ওমর, শফকত মাহমুদ, নূরুল হক কাদরী এবং পারভেজ এলাহী ছিলেন। বিরোধীদলীয় নেতাদের মধ্যে আলোচনায় আহ্বায়ক আকরাম খান।

উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর গোটা দেশ থেকে আজাদি মার্চ শুরু হয়ে তা রাজধানী ইসলামাবাদে যাবে ৩১ অক্টোবরে। দীর্ঘমেয়াদি আন্দোলনের জন্য তৈরি থাকতে যারা আজাদি পদযাত্রায় অংশ নিতে চায় তাদের খাবার-দাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিতে আহ্বান জানিয়েছে জমিয়ত। যাতে তারা অন্তত পাঁচ দিন চলতে পারেন। দলটি তাদের নেতাকর্মীদের ৩২ দফার নির্দেশনা দিয়েছে।

জেইউআই-এফের সিন্ধুপ্রদেশের প্রাদেশিক আমির মাওলানা রশিদ সুমরো এই নির্দেশনা জারি করেন। গাড়ি ভাড়া করে লোকজনকে একমুখী পথ দিয়ে ইসলামাবাদে নিয়ে আসতে নির্দেশনা দেয়া হয়েছে জমিয়তের স্থানীয় স্তরের সংগঠনগুলিকে। ইসলামাবাদে অন্তত সপ্তাহব্যাপী অবস্থানের প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে জমিয়তের নেতাকর্মীদের।

শান্তিপূর্ণ পদযাত্রায় অস্ত্রের উপর নিষেধাজ্ঞা কোনও লাইসেন্সধারী কিংবা অবৈধ অস্ত্র, ছোরা, লাঠি ও রড বহন করতে মানা করা হয়েছে। সবাইকে শান্তিপূর্ণভাবে পদযাত্রার বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। বিক্ষোভের সময় যাতে সরকারি-বেসরকারি কোনও সম্পত্তি ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে কর্মীদের।

ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ