সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ভয়াবহ দাবানলে বিদ্যুৎহীন ২০ লাখ মার্কিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। আগুনের তীব্রতা এতোটাই বেশি যে, তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসকর্মীরা। এরইমধ্যে আগুনে বিদ্যুৎস্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ২০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা যায়, দেশটির প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিকের (পিজিঅ্যান্ডই) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বাতাসের বেগ বেশি থাকায় দাবানলের আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুৎস্থাপনা পুড়ে যাওয়ায় ৩৬ কাউন্টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হতে পারে।

ভয়াবহ এ দাবানলের কারণে ইতোমধ্যে ৫০ হাজার স্থানীয় বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দেয়া হয়েছে। আগুন থেকে বাঁচতে জিনিসপত্র ফেলে পালাচ্ছে মানুষ।

ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘মারাত্মক এক দাবানলের’ সম্মুখীন হয়েছেন তারা। কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

পিজিঅ্যান্ডই জানায়, এ দাবানলের কারণে প্রায় ৮ লাখ ৫০ হাজার বিদ্যুৎ সংযোগ শনিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত বিচ্ছিন্ন করা হতে পারে। এসব গ্রাহকের আবাসনে প্রায় দুই লাখ মানুষের বসবাস।

গতকালই সানফ্রান্সিসকোর উত্তরে প্রায় ৭৫ মাইল এলাকায় আগুন ছড়িয়ে পড়ার খবর এসেছিল। প্রবল বাতাসের কারণে আগুন আরো ছড়িয়ে পড়েছে। সেখানে গতকাল বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১২ কিলোমিটার।

এদিকে দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া ছাড়াও লস অ্যাঞ্জেলেস ও সোনোমা কাউন্টিতে জরুরি ব্যবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ