সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

৫৫ বছরের মাদরাসাও সব শর্ত পূরণ করে এমপিও পেল না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫৫ বছরের পুরনো রাজশাহীর ঐতিহ্যবাহী আড়ানী দাখিল মাদরাসা সব শর্ত পুরোন করার পরও এমপিওভুক্ত হয়নি এবারো।

গত বুধবার প্রকাশিত তালিকায় নাম না থাকায় ওই মাদরাসার শিক্ষক-কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন।

জানা যায়, স্থানীয় সমাজসেবক প্রয়াত ভোলাই হাজী ১৯৬৪ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। জীবদ্দশায় তিনি নিজের অর্থ দিয়েই শিক্ষকদের বেতন দিতেন। বর্তমানে মাদরাসাটিতে আড়াই শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। কর্মরত আছেন ১৫ জন শিক্ষক-কর্মচারী। ২০০০ সালের জানুয়ারি মাদরাসাটি পাঠদানের অনুমতি পায়।

মাদরাসার সহকারী শিক্ষক মকবুল হোসেন ২৩ বছর ও হারুন-অর-রশিদ ৩০ বছর ধরে বেতন-ভাতাদি ছাড়াই চাকরি করে আসছেন।

এ বিষয়ে মাওলানা হারুন-অর-রশিদ বলেন, ‘মাদরাসা এমপিও হবে, বেতন-ভাতাদি পাব এই আশায় চাকরি করে যাচ্ছি। আর মাত্র ছয় মাস চাকরির বয়স আছে। এবারও এমপিওভুক্ত না হওয়ায় বেতন ছাড়াই অবসরে যেতে হবে।’ কথাগুলো বলতে বলতে তার চোখে পানি টলমল করছিল।

সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, আশা ছিল এবার এমপিও হবে। কিন্তু সেটাও হলো না। অফিস পিয়ন মামুন আলী বলেন, ‘মাদরাসা থেকে কোনো টাকা পাই না। মাদরাসা শেষে ইটভাটায় কাজ করে কোনোমতে চলি।’

সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা রাকিবুল হাসান বলেন, বোর্ডের সব শর্ত পূরণ করেও মাদরাসাটি এবারও এমপিওভুক্ত হলো না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ