আওয়ার ইসলাম: রাখাইন থেকে নির্যাতনের মুখে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত করায় মিয়ানমার সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন সিনেটররা।
জানা যায়, রোহিঙ্গা প্রত্যাবাসন তরান্বিত করতে দেশটির ওপর চাপ বাড়াতে ফেডারেল প্রতিনিধিদের আহ্বান জানাবেন তারা।
বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়ার আগে বিষয়টি গণমাধ্যমকে জানান মার্কিন পাঁচ সিনেটর। এর আগে ২০-২৬ অক্টোবর বাংলাদেশ সফর করেন তারা। এ সফরে তারা সিলেট ও কক্সবাজার যান এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া নিউইয়র্ক স্টেটের সিনেটর লুইস সেপালভেদা বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের ক্ষেত্রে ঘাটতি রয়েছে।
রোহিঙ্গাদের সঙ্গে দেশটির সেনারা যা ঘটিয়েছে, তা যথাযথভাবে বিশ্বের সামনে তুলে ধরা হচ্ছে না। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে মিয়ানমারের ওপর চাপ বাড়ানো দরকার।
-এটি