আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হাতে প্রাণ হারিয়েছেন পাঁচ শ্রমিক। ফের রক্ত ঝরেছে সাধারণ মানুষের। নৃশংস এ হত্যাকাণ্ড নিয়ে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের তরফ থেকে তাদের পরিবারদের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় পশ্চিমবঙ্গের পাঁচ শ্রমিককে অপহরণ করে খুনের ঘটনায় এদিন রাতেই শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি ট্যুইট করে তিনি জানিয়েছেন, কাশ্মীরে এই নৃশংস হত্যাকাণ্ডে আমরা স্তম্ভিত এবং গভীরভাবে শোকাহত। মুর্শিদাবাদের পাঁচজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। কথা বলে নিহতদের পরিবারের দুঃখকে কমানো সম্ভব নয়। এই মর্মান্তিক পরিস্থিতিতে পরিবারগুলিকে সবরকম সহায়তা দেওয়া হবে।
কর্মসূত্রে মুর্শিদাবাদ থেকে সবাই কাশ্মীরের কুলগামে কাজে যান। এদিন সন্ধ্যায় সশস্ত্র সন্ত্রাসীরা কুলগামের কাতরাসু গ্রামে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। সেখানে যে ভাড়া বাড়িতে ওই শ্রমিকরা ছিলেন, সেখানে তারা হানা দেয়।
বাড়ি থেকে ওই শ্রমিকদের বের করে এনে এলোপাথাড়ি গুলি চালায়। গুলিতে নিহত হয়েছেন ৫ শ্রমিক। জখম হয়েছেন আরও ১ জন।
নিহত শ্রমিকরা সবাই বাংলার মুর্শিদাবাদের বাসিন্দা হলেও এখনও পর্যন্ত আরও কিছু বিস্তারিত জানা যায়নি। তবে যিনি আহত হয়েছেন, তার নাম জহুরুদ্দিন বলে জানা গিয়েছে।
-এটি